Header Ads

Header ADS

আমাদের সমাজের ১০ টি প্রচলিত কুসংস্কার

আমাদের সমাজের ১০ টি প্রচলিত কুসংস্কার

১) বিদ্যা অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও।

২) কারো মৃত্যুর পরে তার কাছের কারো বাচ্চা হলে মনে করা- মৃত ব্যাক্তি ফিরে এসেছে
 ৩) বড় বিপদ থেকে ফিরে আসলে সোনা-রুপা ভেজান পানি দিয়ে গোসল করতে হয়।
 ৪) মোমিন ব্যাক্তির অন্তর আল্লাহর আরস।

 ৫) প্রেম-ভালোবাসায় কোন পাপ নেই।

৬)সকালে গাড়ী চালানো শুরুর পূর্বে ড্রাইভারকে গাড়ীর স্টেয়ারিং হুইলে চুমা করতে হয়।
৭)পীরের নাম মনে করে গাড়ী চালালে বিপদ হয় না।

৮)হাশরের দিন পীরগন মুরিদের জন্য সাফায়াত করবে।

৯)প্রত্যেক মুসলমানের জীবনে একবার চিল্লা দিতে হয়।

১০)পীর-আউলিয়াগন মারেফত জানে।

✈কুসংস্কার মানা, অপরকে মানতে বলা, মুরব্বিরা করেছেন তাই মানা – শির্ক


* কেউ যদি কোন আমল করে যার অদেশ নবী (সা:) করেননি, তা বাতিল- সহিহ মুসলিম ২য় খন্ড পৃ-৭৭

1 comment:

আবারও ধাক্কা খেলেন মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমানকে ধাক্কা  ক্যারিয়ারের শুরুতে দেশের মাটিতে ইন্ডিয়ার ধোনির ধাক্কার শিকার হয়েছেন মুস্তাফিজুর রহমান। সে ধাক্কা নিয়ে অনেক আ...

Powered by Blogger.