Header Ads

Header ADS

আবারও ধাক্কা খেলেন মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমানকে ধাক্কা 


ক্যারিয়ারের শুরুতে দেশের মাটিতে ইন্ডিয়ার ধোনির ধাক্কার শিকার হয়েছেন মুস্তাফিজুর রহমান। সে ধাক্কা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল।ছয় বছর আগের সেই স্মৃতি ফিরে এলো এবার আইপিএলের মঞ্চে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ষষ্ঠবারে পঞ্চম বলের ঘটনা ব্যাটসম্যান ছিলেন ডুপ্লেসিস। মুস্তাফিজুর রহমান বল ডেলিভারি করে ননস্টাইক প্রান্তে স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে ফিল্ডার এর থ্রর অপেক্ষা করছিলেন আর ডুপ্লেসিস রান নেওয়ার জন্য স্ট্রাইকের পাশ থেকে দৌড় দেন।মুস্তাফিজুর রহমানের নজর ছিল বলের দিকে তাই তিনি  ডুপ্লেসিস যে পাশে চলে এসেছেন তা খেয়াল করেননি। দুজনের মাঝে ঝড় ধাক্কা লেগে যায়। উভয় মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে দুজন দুজনের দিকে তাকিয়ে অনুতপ্ত বোধ করেছেন।মুস্তাফিজুর রহমানের ডান পায়ে প্রচুর ব্যাথা পেতে দেখা গেছে। অপরদিকে ব্যাথা পেয়েছেন ডুপ্লেসিস নিজেও।শেষ পর্যন্ত বড় কিছু হয়নি বলে মনে হচ্ছে। তবে ঘটনাটি ছিল সত্যিই অপ্রত্যাশিত । আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ভয়ঙ্কর হয়ে উঠা মোস্তাফিজুর রহমানকে থামানোর জন্যই কি এই ধাক্কা। তবে এখানে কাউকে দোষারোপ করার সুযোগ নেই। 

No comments

আবারও ধাক্কা খেলেন মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমানকে ধাক্কা  ক্যারিয়ারের শুরুতে দেশের মাটিতে ইন্ডিয়ার ধোনির ধাক্কার শিকার হয়েছেন মুস্তাফিজুর রহমান। সে ধাক্কা নিয়ে অনেক আ...

Powered by Blogger.