কুরআন হতে জেনে নিন বিবাহের উপকারিতা! বিয়ে করলে গরিব নয় ধনী হবেন যেভাবে।
কুরআন হতে জেনে নিন বিবাহের উপকারিতা! বিয়ে করলে গরিব নয়, ধনী হবেন যেভাবে।
আসসালামু আলাইকুম ওয়ারাহ্ মাতুল্লাহ
আামদের মাঝে অনেকেই বিবাহ নিয়ে আশঙ্কা কাজ করে যে এতো তাড়াতাড়ি বিবাহ করলে বউ 😀 চালাবো কি করে.?? নিজেই তো চলতে পারি না আবার বউ.? আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিয় তারপর না হয় বিবাহ করবো নি! অথচ যারা এ কথা বলে তারাই আবার বলে বেরায় প্রেম করা ছাড়া কি চলা যায়? দেখে যায় অধিকাংশ সময় ব্যয় করে নারীদের সাথে চ্যাটিং করে না হয় অবৈধ রিলেশন শিপে। বৈধ টা ভালো লাগে না আজ। প্রিয় মুসলিম ভাইয়েরা আপনার দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে। দেখুন হযরত ইবনে আব্বাস কি বলে.!
ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু বলেন,
▶ তোমরা বিবাহ করার মাধ্যমে ধন সম্পদ-ঐশ্বর্যের সন্ধান করো ◀
▶এখানে ধন সম্পদের সন্ধান করো বলতে মূলতো বুঝানো হয়েছে যে,বিবাহের সুন্নাহ গুলো যথাযথ ভাবে পালন করলে আল্লাহ ﷻ তাঁর ধন ভান্ডার থেকে নিজ দায়িত্বে রিযিক বৃদ্ধি করে দিবেন ইন শা আল্লাহ।
❌ যৌতুক বা অন্য কোন উপঢৌকন গ্রহণ করা শরাঈ ভাবে হারাম বলে নির্ধারন করা হয়েছে।
⏺দেখুন বিবাহের মাধ্যমে সম্পদশালী হওয়ার ওয়াদা করে আল্লাহ তায়ালা কি বলেন.? আল্লাহ তায়ালা ﷻ পবিত্র কুরআনে বলেছেনঃ-
⏩ তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও।
তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ ⏪
- সূরা আন নূর , ২৪ঃ৩২
আমরা যারা বিবাহ করতে চায়,কিন্তু দরিদ্রতা বা অভাবের ভয় করি,তারা যেনো আল্লাহ সুবহানাতা'য়ালার এই আয়াতের উপরে ভরসা করি;আমিন
No comments