Header Ads

Header ADS

পরকাল কেন বিশ্বাস করবো? কুরআন হতে জেনে আসি।

 কেন পরকাল আমি বিশ্বাস করব শুনুন তাহলে আমি বলছি👉 

পরকাল কেন বিশ্বাস করবো?  


আল্লাহ তাআলা ইহকালের পর পরকাল নির্ধারণ করে সেখানকার উপস্থিতি মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তাদেরকে উপদেশ করেছেন। তাতে বিশ্বাস রাখা আবশ্যক করেছেন। এর জন্য সঠিক ও যথাযথ প্রস্তুতি গ্রহণের মনোনিবেশ করতে জোর তাগিদ করেছেন। পরকাল স্মরণ সৎ ও কল্যাণকর কাজে উৎসাহ দেয়। অন্তর থেকে সন্দেহ সংশয় দূর করে। অত্যাচার থেকে বারণ করে এবং দুর্বলের উপর আক্রমণ থেকে নিবৃত্ত রাখে।


   ▶যেমনটি আল্লাহ বলেছেন, "আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট।" (সূরা আম্বিয়া-৪৭) 

   ▶অন্য আয়াতে বলেন, "সেই চিরঞ্জীব চিরস্থায়ী সামনে সব মুখমন্ডল অবনত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে" (সূরা ত্বহা-১১১)


   ▶নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেন, "কেউ যদি কারো উপর অত্যাচার করে থাকে বা কারো মানহানি করে থাকে, আজও যেন সে তার থেকে দাবি ছুটিয়ে নেই সেইদিন আসার পূর্বেই যেদিন কারো দিনার দিরহাম (মুদ্রা) থাকবে না।  সৎকর্ম থাকলে অত্যাচার পরিমাণ কেটে নেওয়া হবে।  না থাকলে অত্যাচারীদের কৃত পাপের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে"। (বোখারী-২৩১৭) 


 প্রিয় পাঠক বন্ধুগন বিশ্বাস মানুষকে শৃঙ্খলা ও নাস্তিকতা থেকে বিরত রাখে। পক্ষান্তরে যে কাফের সে ভালো মন্দ যাচাই এর যোগ্যতা রাখে না।

 ▶যেমনটি আল্লাহ বলেছেন,"আর যারা পরকালে বিশ্বাস করে না তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে"।  (সূরা মুমিনূন -৭৪)।


⚫পরকাল বিশ্বাস মানুষের চরিত্র সংশোধন করে, বিপদে ধৈর্য শিক্ষা দেয়,অনর্জিত বস্তুর লোভ থেকে নিবৃত্ত রাখে। কারণ পরকালের পুরস্কার তো বিশাল ও অসীম।

 ▶নবী করিম সল্লালাহ সাল্লাম বলেন কোন মুসলিম বিপদগ্রস্ত হলে বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন, এমনকি যদি এক কাটাও বিঁধে।  (বুখারি -৫৩১৭) 

পরকালের বিশ্বাস মানুষকে অপরাধ স্বীকারে বাধ্য করে,তাকে পরিত্রান দিতে সহায়তা করে। যার ফলে সাহাবায়ে কেরাম আত্মশুদ্ধির অর্জনে আদর্শ স্থাপন করে গেছেন।

No comments

আবারও ধাক্কা খেলেন মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমানকে ধাক্কা  ক্যারিয়ারের শুরুতে দেশের মাটিতে ইন্ডিয়ার ধোনির ধাক্কার শিকার হয়েছেন মুস্তাফিজুর রহমান। সে ধাক্কা নিয়ে অনেক আ...

Powered by Blogger.